ছেলেকে ইট ছুড়ে হত্যা করলেন বাবা
নীলফামারীর সৈয়দপুরে মাদকসেবী ছেলে মুহম্মদ সনুকে (৩০) হত্যার অভিযোগে বাবা মুহম্মদ ভুলু মিয়াকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেল কলোনি বস্তিতে এ হত্যাকাণ্ড ঘটে।
গ্রেফতার মুহম্মদ ভুলু মিয়া পেশায় রিকশাচালক। এ ঘটনায় নিহত সনুর স্ত্রী সাজেদা বাদী হয়ে শ্বশুড় ভুলু মিয়াকে আসামি করে সৈয়দপুর থানায় হত্যা মামলা করেছেন।
সনুর মা সাম্মা বিবি বলেন, মাদকাসক্ত ছেলেকে শাসন করতে গিয়ে ইটের আঘাতে মৃত্যু হয়। তার বাবা তাকে হত্যা করতে চাননি। এটি দুর্ঘটনা।
এলাকাবাসী জানায়, একমাস আগে মাদকাসেবী সনু তার মা-বাবাকে ঘর থেকে বের করে দেন। সেই থেকে তারা উত্তরা আবাসন এলাকায় মেয়ের বাড়িতে থাকতেন। ঘটনার দিন সকালে সাম্মা বিবি তার ছেলে ভ্যানচালক সনুর বাড়িতে যান। সেখানে ছেলের স্ত্রী সাজেদার সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে ছেলে সনু তার মা সাম্মা বিবিকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনার পর সনুর স্ত্রী সাজেদাও বাবার বাড়ি সৈয়দপুর শহরের সুরকিমিল মহল্লায় চলে যান।
এদিকে রাতে বাড়ি ফিরে ঘটনা জানতে পেরে বৃদ্ধ ভুলু মিয়া স্ত্রীর অপমানের প্রতিশোধ নিতে ছেলের বাড়ি গিয়ে তার ওপর ইট ছুড়ে মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান সনু। ছেলে মারা যাওয়ার পর তিনি নিজেই পুলিশের হাতে ধরা দেন।
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি মর্মান্তিক, এটা সামাজিক অবক্ষয়। এজন্য মাদক দায়ী। বিষয়টির নেপথ্যে কী আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, নিহত সনুর বাবা ভলুকে গ্রেফতার করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
জাহেদুল ইসলাম/আরএআর/এমএস