স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৮ নভেম্বর ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেহাল সড়কের সংস্কারকাজ করছেন স্থানীয়রা। এতে আওয়ামী লীগ নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন।

রোববার (০৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা হিন্দুপাড়া-চন্ডীপুর রাস্তার সংস্কারকাজ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফলদা হিন্দুপাড়া-চন্ডীপুর গ্রামের কাঁচা রাস্তাটি বেহাল দশায় পড়েছিল। এর মধ্যে বন্যা ও বৃষ্টিতে রাস্তা ভেঙে আরও ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।

ফলে চরম দুর্ভোগে পড়ে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ। পরে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়।

উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত বলেন, সরকারের পাশাপাশি নাগরিকদের এগিয়ে আসতে হবে দেশের উন্নয়নে। বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে প্রশাসনের সঙ্গে পরামর্শ করে ও এলাকার সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তায় মাটি ফেলে সংস্কার করা হয়।

ফলদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু বলেন, কাঁচা ওই রাস্তাটির প্রতি বছরই কাজ করা হয়। প্রতিবারের বন্যায় আর তীব্র পানির স্রোতে রাস্তাটি ভেঙে যায়। এবারও ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কার করছেন।

আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।