অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে নারীসহ আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১০ নভেম্বর ২০২০

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজন নারীও রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পরে মহেশপুরের গুড়দহ বাজার থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশপুর ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৫৩ আর এলাকার ঝিনাইদহের গুড়দহ বাজার থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি নড়াইল ও যশোরের বিভিন্ন এলাকায়।

বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত গমনের চেষ্টা করার অপরাধে তাদের বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।