বীকন গ্রুপের এমডির ৩ বছরের জেল
বীকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শাখাওয়াত হোসাইনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ফেনীর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, বীকন গ্রুপে বিনিয়োগের লভ্যাংশ প্রদানের শর্তে ২০১১ সালের ২৮ এপ্রিল চুক্তিপত্রের মাধ্যমে ১০ লাখ টাকা ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াতকে প্রদান করেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের সৈয়দ আবদুল হাইয়ের স্ত্রী মঞ্জুরা বেগম।
শাখাওয়াত ওই টাকা গ্রহণ করে টাকার বিষয়ে মানি রসিদ ও দুটি চুক্তিপত্র প্রদান করে। পরে কোনো টাকা পরিশোধ না করায় ২০১৭ সালের ২০ আগস্ট মঞ্জুরা বেগম মামলা করেন। শাখাওয়াতকে অভিযুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক এ কে নজিবুল ইসলাম অভিযোগপত্র জমা দেন। আদালতে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত শাখাওয়াত হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর এলাকার হাফিজ আহাম্মদ মোল্লার ছেলে। তিনি মামলার পর থেকেই পলাতক।
রাশেদুল হাসান/এমএএস/এমএস