নেশার টাকার জন্য নিজ ঘরে আগুন দিল যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১১ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নেশার টাকার জন্য নিজ ঘরে আগুন দিয়েছেন হৃদয় মিয়া (২৬) নামের এক যুবক। এ ঘটনায় তার মায়ের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত হৃদয় সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বজলু মিয়ার ছেলে।

হৃদয়ের মা সবজান বেগম জানান, গত চার মাস ধরে হৃদয় মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য প্রায়ই নিজের শরীর রক্তাক্ত করে ফেলতেন। সম্প্রতি টাকার জন্য তার অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। গতকাল মঙ্গলবার তিনি নিজেই তার ঘরে আগুন লাগিয়ে ভাঙচুর চালান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘মাদকাসক্ত ওই যুবক বাড়িতে এসে পরিবারের সদস্যদের অত্যাচার করতেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দেন তার মা। এ অভিযোগের ভিত্তিতে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছেন।’

আজিজুল সঞ্চয়/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।