সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১২ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জ-১ কাজীপুর আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপি থেকে সেলিম রেজা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

উপজেলার মোট ১৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আসনটিতে এবারই প্রথম ইভিএম ব্যবহার করা হচ্ছে।

Vote-Sirajgonj

নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৬১৫ জন ও নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ১৪৯ জন।

উল্লেখ্য, গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এই আসনটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।