শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৪ নভেম্বর ২০২০
ফাইল ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ঢাকায় একটি প্রিন্টিং প্রেসে চাকরি করেন। অভিযুক্ত প্রতিবেশী কিশোর প্রায়ই শিশুটির বাড়িতে আসা যাওয়া করত।

গত রোববার(৮ নভেম্বর) সন্ধ্যায় সে শিশুটিকে বাড়িতে একা পেয়ে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে।

এ সময় শিশুটি কান্নাকাটি করলে কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ওই কিশোর চলে যায়। পরে শিশুটি তার মা ও বড় বোনের কাছে ঘটনা জানায়। বোন তার বাবাকে মোবাইলে ঘটনাটি জানান।

শুক্রবার ছুটিতে বাড়িতে এসে শিশুটির বাবা ওই কিশোরকে অভিযুক্ত করে হরিরামপুর থানায় মামলা দায়ের করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, শিশুটির বাবার লিখিত অভিযোগ পেয়ে শুক্রবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।

বি.এম খোরশেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।