রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৩২ এএম, ১৬ নভেম্বর ২০২০
ফাইল ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের (৫০) নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার জামতৈল কোবাদ শেখের মোড়ে লালমনি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

কামারখন্দের জামতৈল স্টেশন মাস্টার আবু হান্নান জানান, সোমবার ভোরে ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে জামতৈল কোবাদ শেখের মোড়ে পৌঁছালে ওই ব্যক্তি রেললাইনের ওপর হাঁটার সময় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় টহলরত পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলেও তিনি জানান।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।