ফেনীতে নবীনবরণ থেকে ৪৩ শিক্ষার্থী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৬ নভেম্বর ২০২০

ফেনীতে নবীনবরণ অনুষ্ঠান থেকে ৪৩ শিক্ষার্থীকে আটক করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়। সেখানে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী বুলবুল আহমেদ সোহাগ জাগো নিউজকে জানান, সকালে কমিউনিটি সেন্টারে শিবিরের অন্তত দুইশ নেতাকর্মী জড়ো হওয়ার খবর পাই। পরে পুলিশকে অবহিত করলে ৪৩ জনকে আটক করে। পুলিশের উপস্থিতিতি টের পেয়ে বাকীরা পালিয়ে যায়।

এদিকে শিবিরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ফেনী শহর শিবিরের উদ্যোগে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের নিয়ে কাজিরবাগে নবীনবরণের আয়োজন করা হয়। একটি সুন্দর আয়োজনে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত ৫-৭ কর্মী সমর্থক আহত হয়েছে। আটককৃতদের মধ্যে শিবিরের কোনো নেতানেই বলে জানায় সূত্রটি।

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, আটক ৪৩ জনের মধ্যে তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের জিজ্ঞাসাবাদ চলছে।

রাশেদুল হাসান/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।