শায়েস্তাগঞ্জে প্রবাসীর স্ত্রী ১৫ দিন ধরে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:০৭ এএম, ১৭ নভেম্বর ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বারলাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী রুবেল মিয়ার স্ত্রী শাকিরা আক্তার (২৩) গত ১৫ দিন যাবত নিখোঁজ রয়েছেন।

তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।

গত ৬ নভেম্বর ছেলের বৌ নিখোঁজ মর্মে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন প্রবাসী রুবেল মিয়ার মা মোছা. জায়েদা।

জানা গেছে, গত ৩ নভেম্বর সকালে উপজেলার নূরপুর ইউনিয়নের বারলাড়িয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গ্যাসের চুলা মেরামতের জন্য শায়েস্তাগঞ্জ বাজারে গেলে আর বাড়ি ফেরেনি প্রবাসীর স্ত্রী শাকিরা আক্তার।

তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেলে শাকিরার পিতা হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামের শামসুউদ্দিন তালুকদারকে বিষয়টি অবগত করা হয়। বাবার বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের সকল থানায় টেলিবার্তা পাঠানো হয়েছে এবং তদন্ত হচ্ছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।