নেত্রকোনার জারিয়ায় ট্রেন লাইনচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৭ নভেম্বর ২০২০

নেত্রকোনার জারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় ২৭২ নম্বর ডাউন ট্রেনটি ময়মনসিংহ থেকে জারিয়া স্টেশনের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের রেল গেটে পৌঁছালে ইঞ্জিনের প্রথম চারটি চাকা লাইনচ্যুত হয়।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।