কুমিল্লার ঘটনায় রাঙ্গামাটিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৭ নভেম্বর ২০২০

কুমিল্লার মুরাদনগরে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সনাতনী সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, নারীদের শ্লীলতাহানি, বিশ্ববিদ্যায়ের ছাত্র-ছাত্রীদের বহিষ্কার ও মিথ্যা মামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সনাতন যুব পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের কাঁঠালতলী থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে, সাধারণ সম্পাদক স্বপন মহাজন, কাউন্সিলর রূপসী দাশগুপ্ত, সনাতন যুব পরিষদের সভাপতি জগন্নাথ ভদ্রসহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তরা বলেন, ধর্ম অবমাননার নামে মৌলবাদীরা গুজব ছড়িয়ে সনাতনী সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। একটি স্বাধীন দেশে সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করার অধিকার থাকলেও মৌলবাদী মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে এদেশের অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের পাঁয়তারা করছে। মৌলবাদী শক্তির কাছে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।

jagonews24

সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর যেসব হামলা, অগ্নিসংযোগ ঘটেছে সেসব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো সমাবেশ থেকে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর কুমিল্লা মুরাদনগরে ফেসবুকে ধর্ম অবমাননার গুজব তুলে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা আড়াইশো মানুষের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি মামলাও করা হয়েছে।

শংকর হোড়/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।