ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্তে ল্যাব উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৭ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্তে ল্যাব উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁও বক্ষব্যাধি হাসপাতালের একটি ইউনিটে এ ল্যাব চালু করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ল্যাবের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে টিবি পরীক্ষা ছাড়াও প্রতিদিন তিনজনের করোনা শনাক্ত করা হবে। পরবর্তীতে আরও একটি মেশিনের মাধ্যমে শনাক্তের পরিধি বাড়ানো হবে।

এ সময় সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল, বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা. শুভেন্দু কুমার উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।