ফেনীতে ৩০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৩৬ এএম, ১৮ নভেম্বর ২০২০

ফেনীতে ৩০টি স্বর্ণের বারসহ নুরুল ইসলাম নামের এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর প্রবেশপথ রামপুর থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপুর রাস্তার মাথায় চট্টগ্রামমুখী লাইনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালানো হয়।

এ সময় চট্টগ্রাম থেকে আসা ফেনী প্রবেশমুখী একটি প্রাইভেটকার (চট্ট-মেট্রো-খ ১১-২০৪৫) তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একশ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দুই কোটি ১০ লাখ টাকা।

এ ঘটনায় চালক মো. নুরুল ইসলামকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ নুরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

রাশেদুল হাসান/এএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।