বিশ্ববিদ্যালয় থেকে ৪৯ কম্পিউটার চুরির ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৮ নভেম্বর ২০২০

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় কম্পিউটার পরিবহনকারী ট্রাকচালক ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সদর উপজেলার বড়ফা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যে ট্রাকে করে কম্পিউটারগুলো ঢাকায় নেয়া হয়েছিল সেই ট্রাকের চালককে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আমরা এখনি কোনো তথ্য বিস্তারিত জানাতে পারছি না।

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে এর আগে ঢাকা ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

সুকান্ত সরকার/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।