দুইদিন ধরে বিদ্যুৎ নেই জগন্নাথপুরে, দুর্ভোগে উপজেলাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:০০ এএম, ১৯ নভেম্বর ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুইদিন ধরে বিদ্যুৎ না থাকায় উপজেলাবাসীর দুর্ভোগ বেড়েছে। বিদ্যুৎ কখন সরবরাহ করা হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যু্ৎ সংযোগ পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে দুটি গ্রিড পুড়ে যায়। এরপর থেকে জগন্নাথপুরসহ সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা জানান, দুইদিন ধরে বিদ্যুৎ না থাকায় অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলাবাসী। বিদ্যুতের অভাবে পানির সংকট, ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হচ্ছে, মোবাইল চার্জ দেয়া অসম্ভব হয়ে উঠেছে। মোমবাতি, হারিকেন আর কুপিবাতির আলোই এখন ভরসা হয়ে উঠেছে অধিকাংশ পরিবারের। বিদ্যুৎ নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাহত হচ্ছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে দোকানপাট ও বিপণিবিতান।

jagonews24

এদিকে সন্ধ্যা নামার সাথে সাথে পাড়া-মহল্লায় দোকানপাট বন্ধ করে দেয়া হচ্ছে। কয়েকজন ব্যবসায়ী জানান, বিদ্যুৎ না থাকায় ক্রেতাদের উপস্থিতি কমে গেছে।

জগন্নাথপুর বাজার ব্যবসায়ী তন্ময় সরকার জাগো নিউজকে বলেন, বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য ক্ষতি হচ্ছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করছেন।

রাণিগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজউদ্দিন জাগো নিউজকে বলেন, দুইদিন ধরে বিদ্যুৎ না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। কবে বিদ্যুৎ মিলবে তাও নিশ্চিত নয়।

জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম জাগো নিউজকে জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে উপকেন্দ্র পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতের কাজ চলছে।

তবে বিদ্যুৎ সংযোগ কখন পাওয়া যাবে তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তবে বৃহস্পতিবার বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

লিপসন আহমেদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।