১৭ দিনের শিশুর লাশ উদ্ধারের ঘটনায় বাবাসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৯ নভেম্বর ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বিছানা থেকে ১৭ দিনের শিশু চুরির পর লাশ উদ্ধারের ঘটনায় বাবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নিহত শিশুর বাবা সুজন খান (২৮), চাচা রিপন খান (২৫) ও ফুফা হাসিব খান (৩০)।

নিহত নবজাতকের মা শান্তা আক্তার জানান, রোববার রাত ১১টার দিকে স্বামী-স্ত্রীর মাঝখানে মেয়েকে শুইয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে জেগে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজা খোলা।

এ ঘটনায় সোমবার রাতে শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন।

তিনদিন পর বুধবার ভোরে পরিবারের সদস্যরা ওই বাড়ির ভেতরে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরাতহাল করে। দুপুরে ময়নাতদন্তের পর বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার হলে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তার বাবাসহ তিনজনকে থানায় আনা হয়। পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ রয়েছে পুলিশের।

এর আগে শিশুটির বাবা সুজন খান দাবি করেছিল প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে।

শওকত আলী বাবু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।