সেতুতে আটকে যাওয়া নৌকা ছোটাতে গিয়ে মাঝির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২০ নভেম্বর ২০২০

নেত্রকোনার মদনের মগড়ী নদীর সেতুতে আটকে যাওয়া নৌকা ছোটাতে গিয়ে তৌহিদ মিয়া (৫৫) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলা মগড়া নদীর শহীদ আব্দুল কদ্দুস সেতুর পাড়ে এ ঘটনা ঘটে।

তৌহিদ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘির পাড় গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নৌকায় থাকা অন্য মাঝিদের সঙ্গে কথা বলে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ফারুক মৌল্লার কাছ থেকে এক বছরের জন্য ভাড়ায় নিয়েছিলেন তৌহিদ মিয়া। নৌকাটি নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে নৌপথে বালু বোঝায় করে বরিশালের উদ্দেশে রওনা দেয়। শুক্রবার সকালে মদন উপজেলার মগড়া নদীর দেওয়ার বাজার সংলগ্ন শহীদ আব্দুল কদ্দুছ সেতুতে নৌকাটি আটকে যায়। এতে সকাল থেকে সবধরনের নৌ চলাচল বন্ধ হয়ে যায়। নৌকাটি ছোটানোর জন্য ট্রাকের সঙ্গে দড়ি বাঁধা হয়। টানাটানি করার এক পর্যায়ে তৌহিদ মিয়া নদীর পাড়ে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, তৌহিদ মিয়া নামের এক মাঝির মৃত্যুর সংবাদে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা জানান, মগড়া নদীর দেওয়ান বাজার সংলগ্ন শহীদ আব্দুল কদ্দুছ সেতুতে নৌকা আটকে নৌ চলাচল বন্ধ রয়েছে। আটকে যাওয়া নৌকার মাঝি মারা গেছেন। আমি ঘটনাস্থলে আছি। নৌকাটি সরানোর জন্য মদন ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে।

এইচ এম কামাল/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।