হবিগঞ্জে ফিজিওথেরাপি সেন্টারকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৪ নভেম্বর ২০২০

হবিগঞ্জে ডাক্তার না হয়েও পদবি ব্যবহার, মূল্য তালিকায় ঘষামাজা করা, ল্যাব টেস্ট যথাযথভাবে সম্পন্ন না করা এবং দায়িত্বশীল মেডিকেল কর্মকর্তা অনুপস্থিত থাকার অভিযোগে নিউ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মো. রেজা অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক ও বিসএসটিআইয়ের পরিদর্শক মো. মাসুদ রানা।

জেলা প্রশাসনের মিডিয়া সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, জরিমানার টাকা অনাদায়ে ফিজিওথেরাপি সেন্টারের মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।