জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন দুইজন

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- নাজমুল হোসেন (২৬) ও কৃষক দুখা চাকি (৬০)। আহতদের জয়পুরহাট ও বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপরে জয়পুরহাট শহরের পল্লীবিদ্যুৎ ও সকালে আক্কেলপুরের পূর্ণ গোপীনাথপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন কালাই উপজেলার মহেশপুর গ্রামের নজিরউদ্দিনের ছেলে ও দুখা চাকি ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামের মৃত মিন্ত্রী চাকির ছেলে।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, দুপুরে জয়পুরহাট পল্লীবিদ্যুৎ এলাকায় বগুড়াগামী ট্রাকের সঙ্গে মোলামগাড়ী থেকে আসা সিএনজির সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাজমুল হোসেন নিহত হন। এ ঘটনায় চারজন আহত হন।
তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, সকালে সবজি বিক্রির উদ্দেশ্যে অটোভ্যানে করে আক্কেলপুরে যাওয়ার পথে পূর্ণ গোপীনাথপুর এলাকায় ট্রাকের ধাক্কায় দুখা চাকি নিহত হন। এ সময় তার ছেলে সুধা চাকি আহত হন। তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
রাশেদুজ্জামান/এএম/এমএস