জাগো নিউজে সংবাদের পর পা হারানো নদী পেল সহায়তা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই পা হারানো স্কুলছাত্রী নদীর পাশে দাঁড়িয়েছে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের হবিগঞ্জ প্রতিনিধি তোফাজ্জল সুহেলের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরানের পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জায়েদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হুসাইন মো. আদিল জজ, নিজামপুর ইউপি চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন।
অনুষ্ঠানে আহত স্কুলছাত্রী নদীর হাতে পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধান অতিথি।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট জাগো নিউজে ‘নদীকে দুটি কৃত্রিম পা দেবেন কেউ’ শিরোনামে ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি দেখে শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের সভাপতি ও প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সদস্য অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা নদীর জন্য এ অনুদানের ব্যবস্থা করেন।
এ বিষয়ে অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা বলেন, জাগো নিউজে প্রতিবেদনটি দেখে আপ্লুত হয়ে পড়ি। নদীর ভবিষ্যতের কথা চিন্তা করে ইউকেতে বসবাসরত সিলেট প্রবাসীদের সঙ্গে আলাপ করি। প্রাউপ টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে নদীর জন্য পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা করে। এছাড়াও আরও সহযোগিতার চেষ্টা চলছে।
কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ/এমকেএইচ