ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৬ নভেম্বর ২০২০

জয়পুরহাট পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় সাজেদুর রহমান সুমন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। সুমন গুলশান মোড় এলাকার ইমরান হোসেনের ছেলে।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হজ, মাদরাসা শিক্ষা ও নারীদের সন্মানহানি করে অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে বুধবার সন্ধ্যায় জয়পুরহাট সিদ্দিকীয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন বাদী হয়ে সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে রাতে সুমনকে কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রাশেদুজ্জামান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।