ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন কৃষকের মরদেহ রেখে পালালেন চালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৬ নভেম্বর ২০২০

ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে নিজ ফসলি জমিতে মর্মান্তিকভাবে মারা গেলেন আব্দুর রহিম (৪৪) নামের এক কৃষক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের টেপারহাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক ওই গ্রামের মৃত সমসের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষকরা জানান, সকালে ট্রাক্টর ভাড়া করে জমি চাষ করাচ্ছিলেন কৃষক রহিম। তিনি চালকের আসনের পাশেই বসেছিলেন। চলন্ত ট্রাক্টর থেকে হঠাৎ পড়ে যান তিনি। এ সময় পরনের লুঙ্গি জড়িয়ে যায় ট্রাক্টরের ফলায়। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় ট্রাক্টর রেখে পালিয়ে যান চালক।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

জাহেদুল ইসলাম/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।