ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বেড়বিন্নি গ্রামের বাসিন্দা ট্রাক্টরচালক টুলু মিয়া (১৮) এবং একই উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা মোটরসাইকেলচালক আজিজুর (২২)।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুমন আলী বলেন, সকালে মাটিকাটা ট্রাক্টর নিয়ে ইটভাটা থেকে হরিনাকুন্ডুর দিকে যাচ্ছিলেন চালক টুলু মিয়া। মথুরাপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরচালক ঘটনাস্থলেই নিহত হন। আহত মোটরসাইকেলচালক আজিজুরকে হাসপাতালে ভর্তির পর দুপুর ১টার দিকে মারা যান।
আব্দুল্লাহ আল মাসুদ/এসএমএম/এএম/এমকেএইচ