চলন্ত অটোবাইক থেকে পড়ে নারীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলন্ত অটোবাইক থেকে ছিটকে পড়ে শান্তি রানী রায় (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেঁজুরের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শান্তি রানী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চৌকিদারটারি গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মনের স্ত্রী।
ফুলবাড়ী থানা পুলিশের এসআই হাবীব বলেন, শান্তি রানী, তার মেয়ে ও ভাসুরসহ ৫-৬ জন অটোবাইকযোগে আত্মীয়ের বাড়ি উলিপুরে যাচ্ছিলেন।
অটোবাইকটি উপজেলার খেঁজুরের তল এলাকায় পৌঁছালে ছিটকে পড়ে গুরুতর আহত হন শান্তি রানী। স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শারীরিক দুর্বলতার কারণে অটোবাইক থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানা পুলিশের ওসি রাজীব কুমার রায় বলেন, অটোবাইক থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মিলন/এএম/এমএস