চেয়ারম্যানের অপসারণ দাবিতে ৯ মেম্বারের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০১ ডিসেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউপি চেয়ারম্যান কাউছার আলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন ইউপি সদস্যরা।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ৯ ইউপি সদস্য ও এলাকাবাসী।

ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান কাউছার আলী পরিষদের ভেতরে মাদকসেবন করেন। প্রতিবাদ করলে লাঞ্ছিত হতে হয়। এলাকার ভূমি দখল, নারী নির্যাতন, জনগণের অর্থ আত্মসাৎসহ নানা বিষয়ে লিখিত অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। আমরা তার অনিয়মের বিচার ও অপসারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করছি।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান কাউছার আলী সব অভিযোগ অস্বীকার করে বলেন, চক্রান্তকারীরা হেয়প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে।

তানভীর হাসান তানু/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।