কুয়াকাটায় ৪ মেয়রপ্রার্থীর মনোনয়ন জমা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০১ ডিসেম্বর ২০২০

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়রপদে চারজন মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিনে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশীদের কাছে তারা মনোনয়ন জমা দেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা, বিএনপি মনোনীত প্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক আ. আজিজ মুসুল্লী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগে যোগদান করা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মহিপুর থানা শাখার সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজি নুরুল ইসলাম হাওলাদার।

jagonews24

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আট এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কাজী সাঈদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।