পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ

পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্যরা। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল হালিম, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বদিউর রহমান বন্টিন, চাকামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব।
বক্তারা বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের ওপর হামলাকারী টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান শিমু ও তার স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতারের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং হামলাকারী স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
গত রোববার (২৯ নভেম্বর) বিকেলে চাকামাইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কাজী সাঈদ/আরএআর/পিআর