বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে কিশোরগঞ্জে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ।

বুধবার (২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আছমা ও সাধারণ সম্পাদক বিলকিছ বেগমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালীবাড়ি এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মানবন্ধন করে মহিলা আওয়ামী লীগ। এ সময় যে কোনো পরিস্থিতিতে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আছমা, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, নারীনেত্রী হাসিনা হায়দার চামিলী, ডা. রুবি ইসলাম, সালমা ইসলামস অন্যরা।

নূর মোহাম্মদ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।