মৌলভীবাজারে মাস্ক পরেন কতজন?

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারে কতজন মানুষ মাস্ক পরেন তা জানতে জেলা পুলিশের উদ্যোগে পালিত হয়েছে মাস্ক শুমারি। পুলিশের দাবি, শহরের ব্যস্ততম এলাকায় মাস্ক পরছেন ৯৫ শতাংশ মানুষ।

পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই পুলিশ করোনা মোকাবিলায় জীবনবাজি রেখে সম্মুখসারির যোদ্ধা হিসেবে লড়ে চলেছে। এক্ষেত্রে পুলিশ সুপার ফারুক আহমেদ শুরু থেকেই নিয়েছেন নানামুখী উদ্যোগ। জনসাধারণকে মাস্ক পরতে সম্প্রতি মাস্ক সপ্তাহ নামক একটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়। এবার পুলিশ সুপারের নির্দেশনায় গ্রহণ করেছেন ভিন্নধর্মী এক কার্যক্রম-মাস্ক পদযাত্রা ও মাস্ক শুমারি।

police1

এই কার্যক্রমের মাধ্যমে জেলায় মাস্ক পরছেন বা পরছেন না-এমন লোকজনের হার গণনার উদ্যোগ নেয়া হয়েছে। যারা এখনো মাস্ক পরছেন না তারা যেন মাস্ক পরেন বা পরতে বাধ্য হন, সেই জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। বুধবারের (২ ডিসেম্বর) পদযাত্রায় দেখা যায়, ৯৫৩ জন লোকের মধ্যে ৮৫১ জন লোক মাস্ক পরিহিত অবস্থায় ছিলেন।

পুলিশ সুপার ফারুক আহমদ জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জেলা পুলিশ জেলা প্রশাসন স্বাস্থ্যবিভাগ, জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিকবৃন্দসহ সচেতন জনসাধারণের সঙ্গে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিত্যনতুন উদ্যোগ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

রিপন দে/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।