ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২০

পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাকে (২৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

বুধবার রাত ১২টার দিকে শেখ জামাল সেতুর টোল পয়েন্টের চেকপোস্ট থেকে ১৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রাতে জুয়েল মটোরসাইকেলে কুয়াকাটা থেকে কলাপাড়া ফিরছিল। এ সময় তাকে দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কলাপাড়া থানায় চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

কাজী সাঈদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।