ঠাকুরগাঁওয়ে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০২০

নানা আয়োজনের মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সসদ্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, জেলার বীর মুক্তিযোদ্ধাসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী।

jagonews24

দিবসটির উদ্বোধন শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে র‌্যালি ও শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে ডাক বাংলোতে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে প্রতিবারের ন্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করে যান্ত্রিক শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি দেন শিল্পীরা।

তানভীর হাসান তানু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।