করোনায় সাতক্ষীরা মেডিকেলের সাবেক পরিচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:১৫ পিএম, ০৩ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শেখ শাহজাহান আলী মারা গেছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. শেখ শাহজাহান আলী সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাতক্ষীরা ম্যাটসের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিএমএ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি।

এরপর তার শরীর করোনা পজিটিভ শনাক্ত হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বিএমএ জেলা শাখার পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আকরামুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।