জয়পুরহাটে বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সেবা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১২:০২ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকার স্টেশন রোড থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী ও কাঁদামাটি গ্রুপের সদস্য সেবা কুমার দাস (৩৫) ও তার সহযোগী রাব্বী হাসান অভিকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৫-এর সদস্যরা।

শনিবার (৫ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সেবা কুমার দাস পৌর শহরের সাহেবপাড়া মহল্লার স্বপন কুমার দাসের ছেলে। তার সহযোগী রাব্বী হাসান বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, সেবা কুমার দাস সন্ত্রাসী গ্রুপ কাঁদামাটির সক্রিয় সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে তার দলের অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে শহরের শান্তিনগর স্টেশন রোড এলাকায় অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ তাদের গ্রেফতার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

সেবা কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, মাদক ও বালুমহল দখলসহ প্রায় ১০টি মামলা রয়েছে।

রাশেদুজ্জামান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।