মুন্সিগঞ্জে করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

মুন্সিগঞ্জ জেলায় করোনাভাইরাসের অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এই টেস্ট শুরু করা হয়।

জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. শহিদুল ইসলাম জানান, গত পরশু (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে ৫০০ কিট পাঠানো হয়েছে। আজ শনিবার সাড়ে ১০টা থেকে টেস্ট কার্যক্রম শুরু হয়। তবে তাৎক্ষণিক কাউকে রেজাল্ট দেয়া হচ্ছে না। কারণ এখানে টেস্টের জন্য স্যাম্পল নেয়ার পর তা অনলাইনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে এবং সেখানে স্যাম্পলগুলো আরটিপিসিআর-এর মাধ্যমে পরীক্ষা করে দুই টেস্টের রেজাল্ট নিশ্চিত হয়ে তা অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে রোগীদের জানিয়ে দেয়া হবে।

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী টেস্টের জন্য ১০০ টাকা করে চার্জ নেয়া হচ্ছে। আজ এখন পর্যন্ত ১১ জনকে অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে বলেও জানান তিনি।

ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।