করোনা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি
করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা স্কাউটসের সহযোগিতায় এ র্যালি অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নেতৃত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষার্থীসহ সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধি এতে অংশ নেয়। র্যালিটি শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে সামাজিক দূরত্ব বজায় ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহারসহ করোনার লক্ষণ, সংক্রমণের ঝুঁকি রোধে করণীয় র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, এসডিএস-এর নির্বাহী পরিচালক মজিবুর রহমান মাদবর প্রমুখ।
মো. ছগির হোসেন/এএইচ/জেআইএম