দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় আব্দুল আজিজ মোল্লা (৫০) নামের এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্লাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত আব্দুল আজিজ মোল্লা ওই গ্রামের মরহুম এনায়েত মোল্লার ছেলে।
তবে তার হত্যার পিছনের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।
নিহতের প্রতিবেশি ইনসাফ আলী জানান, আব্দুল আজিজের কোনো শত্রু ছিল না। দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করতেন তিনি। তাছাড়া জমিজমাও তেমন নেই।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া খবরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত শুরু করেছে।
আকরামুল ইসলাম/এসএমএম/এমএস