স্কুল-মন্দির-কবরস্থান রক্ষায় রাস্তায় গ্রামবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউপির বিক্রমপুর মসজিদের ঈদগাহ, কবরস্থান, স্কুল ও মন্দির রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন কয়েকশ গ্রামবাসী।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে বিক্রমপুর বাজারের পাশে মানববন্ধন ও সমাবেশ করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিক্রমপুর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইদ্রীস আলী মণ্ডল, বিক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোকসেদ আলী মণ্ডল, গ্রামপ্রধান নাসির উদ্দিন খাঁ প্রমুখ।

বক্তারা বলেন, বিক্রমপুর গ্রামের আবুল কালাম আজাদ ও আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির কাছ থেকে ভুয়া দলিল তৈরি করে মসজিদের ঈদগাহ মাঠ, কবরস্থান, স্কুল ও মন্দিরসহ ৫৭ একর জমি নিজ নামে করে নিয়েছেন। কতিপয় সরকারি কর্মকর্তা ও সরকারদলীয় নেতার সহযোগিতায় ভুয়া দলিল তৈরি এবং নামজারি করে দখলের পাঁয়তারা করছেন তারা। এর প্রতিবাদ করলে মামলা-হামলাসহ খুনের হুমকি দিচ্ছেন তারা।

ওই গ্রামের কৃষক আসাদুজ্জামান বলেন, ভাড়াটিয়া লোকজন নিয়ে তার পুকুরের দুই লাখ টাকার মাছ ধরে নেন আবুল কালাম আজাদ ও আব্দুর রাজ্জাক। এছাড়া গোয়ালঘরে আগুন দেন তারা।

গ্রামপ্রধান নাসির উদ্দিন খাঁ জানান, মোকলেছুর রহমান ও রবিন নামের দুই ব্যক্তিকে দেশের বাইরে চাকরি দেওয়ার নাম করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে সিংড়া সদরে অবস্থান করছেন আবুল কালাম আজাদ ও আব্দুর রাজ্জাক।
বিক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোকসেদ আলী মণ্ডল জানান, বিক্রমপুর গ্রামের আবুল কালাম আজাদ, সাতপুকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকসহ পাঁচ-সাতজন মিলে বিক্রমপুর গ্রামের মসজিদ-ঈদগাহ, কবরস্থান, স্কুল ও মন্দির এবং খাসজমিতে বসবাসরত ৩২ পরিবারের জায়গা নিজের নামে পত্তন করে নিয়ে তাদের উচ্ছেদের পাঁয়তারা করছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপিসহ দুর্নীতি দমন কমিশন, নাটোর জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরে আবুল কালাম আজাদ ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।

অভিযুক্ত আবুল কালাম আজাদ ও আব্দুর রাজ্জাক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বৈধভাবেই তারা সম্পত্তি ক্রয় করেছেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, তিনি ছুটিতে আছেন। এ ধরনের কোনো ঘটনা তিনি জানেন না।

রেজাউল করিম রেজা/এসএমএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।