অবৈধ গ্যাস সংযোগ নেয়ায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ নেয়া ও অতিরিক্ত গ্যাসের চুলা ব্যবহারের দায়ে দুই বাড়িওয়ালাকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ ডিসেম্বর) ফেনী শহরের বারাহীপুর এলাকার নাজির রোডে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ফেনী শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুলা ব্যবহার করে আসছে একটি অসাধু চক্র। এই অভিযোগে ফেনী শহরের বারাহীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনুমতি ছাড়া ১০টি চুলায় গ্যাস ব্যবহারের দায়ে শামসুল আলম নামের এক বাড়ির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এছাড়া অভিযানে রহমান ম্যানশনে দুই চুলার অনুমোদন নিয়ে ১০ চুলায় গ্যাস ব্যবহার করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের ম্যানেজার মো. সাহাব উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রাশেদুল হাসান/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।