লাউয়াছড়ায় এক মাসে সাড়ে তিন লাখ টাকা রাজস্ব আয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারের নভেম্বর মাসে লাউয়াছড়ায় সাড়ে ৮ হাজারেরও বেশি পর্যটক আসায় এক মাসে টিকিট বিক্রি থেকে ৩ লাখ ৬২ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। আগামীতে এই আয়ের অংক আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ ৮ মাস পর মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান ১ নভেম্বর খুলে দেয়া হয়। এই খবরে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা লাউয়াছড়ায় ভ্রমণ করেন।

করোনার কারণে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ এই জেলার অন্যান্য পর্যটন স্পটগুলো। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে গত পহেলা নভেম্বর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানটি খুলে দেয়া হয়।

এই খবরে ঢাকা, নারায়ণগঞ্জ, বগুড়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসা শুরু করেন। দির্ঘদিন ঘরবন্দি থাকার পর উন্মুক্ত পরিবেশে পরিবার পরিজন নিয়ে অনেকেই এখানে আসেন সময় কাটানোর জন্য।

পর্যটকরা জানান, এখানের সবুজ গাছ-গাছালি, বানর ও প্রাকৃতিক পরিবেশ তাদের বেশি আকৃষ্ট করেছে। এছাড়া উদ্যানের ভেতর দিয়ে ট্রেন লাইনটিও তাদের আনন্দের খোরাক হয়েছে। হাত ধরে অনেকেই ট্রেন লাইনে হাঁটাহাঁটি করে আনন্দে মেতেছেন।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটকরা এখানে আসায় নভেম্বর মাসে রাজস্ব আদায় ভালো হয়েছে বলে জানান লাউয়াছড়া জাতীয় উদ্যানের হিসাবরক্ষক মো. আফজালুল হক।

তিনি জানান, সাধারণের প্রবেশের ক্ষেত্রে জনপ্রতি ৫০ টাকা ও শিক্ষার্থীদের জন্য ২০ টাকা টিকিট ফি নেয়া হয়। তবে এখনও অনেকের মনে ভয় কাজ করায় উপস্থিতির সংখ্যা কম। আগামী মাসে আরও বাড়বে বলে তিনি জানান।

এ বিষয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মিজানুর রহমান জানান, সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই পর্যটকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি যাতে লঙ্ঘিত না হয় সেজন্য পর্যটকদের বলে দেয়া হচ্ছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।