র‌্যাবের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ছয় লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের যুগীডহর, পশ্চিমবাজার কাঁচাবাজার, কুদরত উল্ল্যাহ রোড, শমসেরনগর রোডে এই অভিযান পরিচালিত হয়।

লাইসেন্স না থাকা, নিম্নমাণের খাদ্য সামগ্রী তৈরি, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাবের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কমান্ডার আহমেদ নোমান জাকী।

এ সময় বহুল পরিচিত বেকারি স্বাদ অ্যান্ড কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স ন্যাশনাল ফুড, সম্রাট বেকারি অ্যান্ড কনফেকশনারি, আল মদিনা ফুড ও আনন্দ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে মোট তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।