ঝালকাঠিতে হানাদারমুক্ত দিবসে পথ লাইব্রেরি উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০
ঝালকাঠিতে পথ লাইব্রেরির উদ্বোধন করেন অতিথিবৃন্দ

ঝালকাঠিতে আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন মুক্তিযোদ্ধারা প্রাণভরে নিঃশ্বাস নিয়ে নীল আকাশে লাল সবুজের পতাকা ওড়ান। জয় হয় মুক্তিযোদ্ধাদের আর পরাজিত হয় পাক হানাদার বাহিনী।

দিনটি উদযাপন উপলক্ষে ঝালকাঠির বিভিন্ন সংগঠন নানান কর্মসূচি পালন করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের শেখ মুজিব সড়কে পথ লাইব্রেরির উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য ও একটি বেসরকারি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শহীদ ইমাম পাশা।

এতে আরও উপস্থিত ছিলেন- বাউকাঠি বিন্দু বাসিনী বি.এম কলেজের অধ্যক্ষ মো. আবু বকর, সু শাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি প্রভাষক ইলিয়াস সিকদার ফরহাদ, প্রভাষক জাহাঙ্গির আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়ন সদস্য হাসান মাহমুদ রিপন, সাংবাদিক আতিকুর রহমান, মানবাধিকারকর্মী জাহাঙ্গির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যক্রমের উদ্যোক্তা ইসমাইল হোসেন রুবেল।

jagonews24

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী

এ সময় মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

অপরদিকে বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও প্রেসক্লাবের সহসভাপতি দুলাল সাহা, মানিক রায়, সদস্য শ্যামল সরকার।

এ সময় মুক্তিযোদ্ধারা উপস্থিত দর্শকদের মুক্তিযুদ্ধে ঝালকাঠির গল্প ও পাকহানাদারদের পরাজয়ের বর্ণনা দেন।

মো. আতিকুর রহমান/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।