ফুলবাড়ী সীমান্তে প্রবাসীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১০ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া সীমান্ত থেকে বেলাল হোসেন (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশির হাত কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার আমড়া সীমান্তের জলেশ্বরী মিরপুর এলাকার ৩০১ নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাব-পিলারের পাশ থেকে বাংলাদেশ অভ্যন্তরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার জলেশ্বরী মিরপুর এলাকার মৃত ওসমান হোসেনের ছেলে। তিনি চার বছর কাতার থেকে গত দেড় মাস আগে বাড়ি আসেন।

ফুলবাড়ী ২৯ বিজিব অধিনায়ক লে. কর্নেল শরিফউল্লাহ আবেদ জানান, বেলাল হোসেনের সঙ্গে ওই এলাকার কয়েকজনের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। ফুলবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

ফুলবাড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, মরদেহ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে নিয়মিত হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।