সীমান্তে কাঁটাতারের বেড়া থেকে পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:০৪ এএম, ১১ ডিসেম্বর ২০২০
প্রতীকী ছবি।

লালমনিরহাটের কালীগঞ্জে সীমান্ত দিয়ে গরু পারাপার করতে গিয়ে কাঁটাতারের বেড়া থেকে পড়ে খুরশীদ আলম ফকির (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের বলাইরহাট সেবকদাস সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত খুরশীদ আলম ফকির উপজেলার গোড়ল ইউনিয়নের বলাইরহাট সেবকদাস গ্রামের সামছুল হকের ছেলে।

সীমান্তবাসীরা জানান, সীমান্তের ৯১৩ নম্বর মেইন পিলারের কাছে কাঁটাতারে উঠে ভারতীয় গরু পারাপার করছিলেন ছয়-সাতজন যুবক। হঠাৎ বেড়া থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন খুরশীদ আলম।

তাৎক্ষণিক তার সঙ্গীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মারা যান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি জেনেছি তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

মো. রবিউল হাসান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।