কুলাউড়ায় নৌকার ভরাডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১১ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আহমদ খান সুইট বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট।

এছাড়া নির্বাচনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল মোক্তাদির মুক্তার ৩ হাজার ২৪০ ভোট, স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মো. খয়রুল আমিন চৌধুরী ১০১৮ ভোট এবং আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সিএম জয়নাল আবেদীন ৯৬৬ ভোট পান।

বিজয়ী চেয়ারম্যান সুইট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও বরমচাল ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ খানের ছেলে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব-৯, বিজিবি ও পুলিশ, আনসারসহ মোবাইল টিমের সার্বক্ষণিক তদারকিতে শান্তিপূর্ণভাবে ইউনিয়নের ৯ কেন্দ্রে অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট শেষে রাতে কুলাউড়া উপজেলা কন্ট্রোল রুমে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী এবং ওসি বিনয় ভূষণ রায়ের উপস্থিতিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান (৭৮) গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন উক্ত পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের আয়োজন করে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।