ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আউটার রেলগেট এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের ধাক্কায় মারা যান তিনি।

নিহত রফিকুল ইসলাম (৬৫) বড়লেখা উপজেলার পানিদার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে প্রবেশের সময় আউটার রেলগেট এলাকায় বৃদ্ধকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুলাউড়া রেলওয়ে থানার এস আই দিলদার হোসেন বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।