নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নাসিরনগর উপজেলার পিটিআই মার্কেটের আওয়ামী লীগের নতুন কার্যালয়টি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।
নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক বাহার চৌধুরী ও প্রচার সম্পাদক লতিফ হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে শুধু স্বপ্ন দেখানই না, স্বপ্নের বাস্তবায়নও করেন। পদ্মা সেতু সেটিরই প্রমাণ। কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতুর কাজ আটকে রাখতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের আমলেই দেশে উন্নয়ন হয় এবং হচ্ছে। দেশের জনগণ সেই উন্নয়নের সুফল ভোগ করছে।’
পরে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজিজুল সঞ্চয়/এসআর