ফায়ার সার্ভিস পৌঁছার আগেই পুড়ে ছাই তুলার দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে একটি তুলার দোকান। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে জুড়ী-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলা চত্ত্বর এলাকার শাহজালাল বেডিং স্টোরে আগুন লাগে। আগুনে সম্পূর্ণ দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের পর পর বড়লেখা ও কুলাউড়া ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। কিন্তু আগুন লাগার ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। তারা পৌঁছার পূর্বেই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় জনতাও আগুন নেভাতে ব্যর্থ হয়।

শাহজালাল বেডিং স্টোরের স্বত্বাধিকারী বদরুল ইসলাম বলেন, দোকানে কয়েকজন শ্রমিক কাজ করছিল। হঠাৎ আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরা নিভানোর চেষ্টা করি। পরে আশপাশের লোকজন যোগ দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার লিডার মুজিবুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বিদ্যুৎ সট সার্কিট থেকে আগুন লাগে। প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে যায় এবং ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।