পাখি শিকারিকে ধরিয়ে দিলেই পুরস্কার ৫ কেজি চাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারে প্রকৃতি ও পাখি বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের কর্মীরা। শীতে পাখি শিকারিকে ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে দেয়া হচ্ছে পাঁচ কেজি করে চাল।

শনিবার (১২ ডিসেম্বর) ভোরে কনকনে শীত উপেক্ষা করে পাখি শিকারিদের খোঁজে মৌলভীবাজারের হাকালুকি হাওর, বাইক্কাবিল, কমলগঞ্জের শমসেরনগর, শ্রীমঙ্গলের হাইল-হাওরে অভিযান চালানো হয়। এ সময় পাখি রক্ষায় বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ ও পথসভা করেন জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের কর্মীরা।

পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় দেবনাথ, সাধারণ সম্পাদক সৈয়দ আফজাল হোসেন, সুভাষ দাশ তপনসহ অন্যরা।

জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় দেবনাথ বলেন, শীত এলেই মৌলভীবাজারের বিভিন্ন স্থানে পাখিদের অভয়ারণ্য তৈরি হয়। একশ্রেণির মানুষ পাখি শিকারে তৎপর হয়ে ওঠেন। পাখি শিকার রোধে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতায় অভিযানের পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, পথসভাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

jagonews24

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন খুব ভালো কাজ করছে। পাখি ও বন্যপ্রাণী রক্ষায় সমাজের সবাই এগিয়ে এলে প্রাণ প্রকৃতি রক্ষা করা সহজ হবে। পাখি ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানাই।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ। পাখি বাঁচাতে তাদের ব্যতিক্রমী এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ চলছে বলেও জানান তিনি।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।