১২শ লিটার চোরাই ডিজেল তেল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০

ভোলায় দৌলতখান উপজেলায় ১২শ লিটার চোরাই ডিজেল তেল জব্দ করেছে পুলিশ সদস্যরা।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার চর খলিফা ইউপির রাধাবল্লভ মাছঘাট এলাকা থেকে এ তেল জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দৌলতখান উপজেলার বেশ কয়েকটি চক্র অবৈধভাবে চোরাই তেলের ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রাধাবল্লভ মৎস্যঘাটে অভিযান চালিয়ে ১২শ লিটার চোরাই ডিজেল তেল জব্দ করি। তবে জড়িতরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

জব্দকৃত চোরাই তেল থানায় রয়েছে এবং এর সঙ্গে জড়িতদের খোঁজ করা হচ্ছে বলেও জানান তিনি।

জুয়েল সাহা বিকাশ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।